আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা হবে আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র কাউন্সিলর পদে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর নাম আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রার্থীদের নিয়ে বিচার-বিশ্লেষণ পর্যালোচনা করছি। নেত্রীর নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়া হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে। গতকাল গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি।

এদিকে আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান মেয়র আতিকুল ইসলামকে। আর দক্ষিণে বর্তমান মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরুর বিষয়ে আলোচনা হয়েছিল। তবে তিনজনের মধ্যে তাপসকেই প্রার্থী হিসেবে বেছে নিতে পারে দল, যদিও বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ২০ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া ১৭২টি কাউন্সিলর পদের বিপরীতে হাজার ২৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মেয়র ঢাকা উত্তরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ জমা দিয়েছেন ১২ জন। তারা হলেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম, শহীদুল্লাহ ওসমানী, মেজর (অব.) ইয়াদ আলী ফকির, জামান ভূঁইয়া, কুতুবউদ্দিন নান্নু, ইদ্রিস আলী মোল্লা, আলাউদ্দিন মোহাম্মদ, জেরিন সুলতানা কান্তা, হেলেনা জাহাঙ্গীর, আদম তমিজি হক, খায়রুল মজিদ, রেহেনা ফরহাদ আইভি।

দক্ষিণে আটজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, হাজী মোহাম্মদ সেলিম, নজিবুল্লাহ হিরু, নাজমুল হক, এমএ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী, হাজী আবুল হাসনাত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন