আরো বেশি হারমনি ওএসচালিত ডিভাইস আনছে হুয়াওয়ে

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক হুয়াওয়ে আগামী বছর হারমনি অপারেটিং সিস্টেম (ওএস) চালিত আরো বেশকিছু ডিভাইস উন্মোচন করবে। এসব ডিভাইস স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্বজুড়ে সরবরাহ করা হবে। হুয়াওয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

হুয়াওয়ে এরই মধ্যে হারমনি ওএসচালিত স্মার্টফোন উন্মোচন করেছে। হারমনি ওএস উন্মোচনের আগে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে নিজেদের ডিভাইসে অ্যান্ড্রয়েডকে স্থায়ীভাবে বিদায় জানাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটি জানায়, অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে হারমনি ওএস আনা হলেও আপাতত তারা নিজেদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমই ব্যবহারের পক্ষে। তবে বাণিজ্য বিরোধের কারণে অ্যান্ড্রয়েড ব্যবহারে বাধা সৃষ্টি হলে তারা হারমনি ওএসচালিত স্মার্টফোন আনবে।

হুয়াওয়ের মুখপাত্রের ভাষ্যে, আগামী বছর হারমিন ওএসচালিত আরো বেশিসংখ্যক স্মার্ট ডিভাইস উন্মোচন করা হলেও এখনই স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারে অপারেটিং সিস্টেম ব্যাপক পরিসরে ব্যবহারে যাচ্ছে না প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে কনজিউমার বিজনেস সফটওয়্যারের প্রেসিডেন্ট ওয়াং চেংগলু জানিয়েছেন, হারমনি ওএস অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে কাজ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন