বন্ড সুবিধার অপব্যবহার

নারায়ণগঞ্জে আবারো কোটি টাকার সুতা জব্দ

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জে আবার অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আনা পৌনে ১০ টন সুতা জব্দ করেছেন কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা গতকাল দুপুরে শহরের বংশাল রোডের সুতারপাড়া এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে খোলাবাজারে বিক্রির জন্য মজুদের অভিযোগে এসব সুতা জব্দ করা হয় জব্দকৃত সুতার বাজারমূল্য আনুমানিক কোটি টাকা

অভিযানসংশ্লিষ্টরা জানান, দেশের বস্ত্র-পোশাকসহ বেশকিছু রফতানিমুখী খাতের শিল্পপ্রতিষ্ঠান রফতানির উদ্দেশ্যে আমদানীকৃত পণ্যে বিশেষ শুল্ক সুবিধা পায় বন্ড বা বন্ডেড ওয়্যারহাউজ নামে পরিচিত শুল্ক সুবিধায় আনা পণ্য রফতানি না করে দেশের অভ্যন্তরে বিক্রি করে সংঘটিত হয় শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার অপব্যবহার রোধে বিশেষ তত্পরতা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

এর অংশ হিসেবে গতকাল নারায়ণগঞ্জ শহরের বংশাল রোডের সুতারপাড়া এলাকার সাদ ট্রেডার্স আজাদ ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে পৌনে ১০ টন সুতা জব্দ করা হয়

কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা কার্যালয়ের উপকমিশনার রেজভি আহমেদ জানান, রফতানিমুখী গার্মেন্টস কারখানায় থান কাপড় তৈরির জন্য বন্ড সুবিধায় এসব সুতা আমদানি করা হয়েছিল এসব সুতা দিয়ে কাপড় তৈরি করে বিদেশে রফতানি করার কথা থাকলেও আমদানিকারক প্রতিষ্ঠান তা অবৈধভাবে নারায়ণগঞ্জের সাদ ট্রেডার্স আজাদ ট্রেডার্সের কাছে বিক্রি করে দেয়, যা আইন অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ চোরাকারবারের শামিল

তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল হিসেবে সুতা আমদানি করে তা খোলাবাজারে বিক্রি করে দেশীয় পোশাক বস্ত্রশিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে নারায়ণগঞ্জের দুটি সুতার গুদামে অভিযান চালানো হয়

তিনি জানান, জব্দকৃত এসব সুতা ঢাকায় নিয়ে যাওয়া হবে পরবর্তী সময়ে তদন্ত করে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে তবে কোন প্রতিষ্ঠানটি এসব সুতা আমদানি করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করেছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি

সহকারী কাস্টমস কমিশনার আল আমিন জানান, সুতা কিনতে হলে তার বিপরীতে চালান বা সংশ্লিষ্ট কাগজপত্র রাখতে হয় কিন্তু দুটি গুদাম কর্তৃপক্ষ সুতার কোনো কাগজপত্র দেখাতে পারেনি

প্রসঙ্গত, এর আগে ডিসেম্বর নারায়ণগঞ্জের টানবাজারের বিসমি ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী হাজী বিল্লাল হোসেনের গুদামে অভিযান চালায় কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে ওই গুদাম থেকে বন্ড সুবিধায় আনা প্রায় ১০ টন সুতা জব্দ করা হয়

ওই সময়ে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সুপ্রভো কম্পোজিট নিট কারখানায় সুতা বা কাপড় তৈরির জন্য বন্ড সুবিধায় এসব সু??

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন