নদী রক্ষার যুদ্ধে আমাদের জয়ী হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত

নদীকে রক্ষা করেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে নদীকে ধ্বংস করে এসব করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি নদী রক্ষার যুদ্ধে জয়লাভ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

রোববার (২৬ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নদী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। ‘নদী বাঁচাই, দেশ বাঁচাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নদী সম্মেলন-২০২৪ শেষ হয়েছে আজ। সোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি), বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা), ওয়াটার রাইটস ফোরাম, রিভারাইন পিপল, বাংলাদেশ নদী পরিব্রাজক দল যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সভায় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার চারপাশের নদী উদ্ধার করতে গিয়ে দেখেছি কত শক্তিশালী ব্যক্তিরা দখলে জড়িত থাকে। সোমেশ্বরী নদীর ছবি দেখে আমার চোখে পানি এসেছিল। তখন এ বিষয়ে তাৎক্ষণিক আমি পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলি। সেখানে  অবৈধ বালু উত্তোলন আমরা বন্ধ করেছিলাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন