৫ চামড়া ব্যবসায়ীকে ডিএসসিসির জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

অননুমোদিতভাবে কাঁচা চামড়া কেনা-বেচা করায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ সোমবার (১৭ জুন) রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তাদের ৪৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ ব্যবসায়ীদের জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম। আজ দুপুর আড়াইটা থেকে বিকাল পৌনে ৬টা পর্যন্ত তিনি ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন ওই এলাকায়।

অভিযোগে বলা হয়, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করছিলেন ৫ মৌসুমি ব্যবসায়ী। পরে আদালত ৫ মামলায় তাদের ৪৭ হাজার টাকা জরিমানা করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন