বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন শুরু

নিজস্ব প্রতিবেদক

ছবি : বিসিবির ফেসবুক পেজ

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলছে ছেলেদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। আগামী ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। শুরু হলো ১০০ দিনের কাউন্টডাউন।

এবারের আসর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (২৬ জুন) রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে এই কাউন্টডাউন শুরু হয়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম, মুর্শিদা খাতুনরা এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারীদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। 

১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে।

গত মে মাসে ঢাকায় নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন