ভারতের প্রতিশোধ নাকি ইংল্যান্ডের পুনরাবৃত্তি?

ক্রীড়া প্রতিবেদক

ছবি: আইসিসি
Default Image

২০২২ সালের ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৬ উইকেটে ১৬৮ রানের পুঁজি গড়ে ভারত। এই রান নিয়েও লড়াইয়ের আশা ছিল ভারতীয়দের। যদিও রোহিত শর্মার দলের বোলিং আক্রমণকে একেবারে চূর্ণ করে দিয়ে ইংলিশরা ম্যাচটা জিতে নিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে, তাও ২৪ বল হাতে রেখে।

 

অ্যালেক্স হেলস ৪৭ বলে ৮৬ ও বাটলার ৪৯ বলে ৮০ রান করেন। দুর্বার এই ইংল্যান্ডের সামনে ফাইনালেও টিকতে পারেনি পাকিস্তান। ৫ উইকেটের জয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির মুকুট জিতল ইংলিশরা।

 

টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আজ গায়ানায় চ্যাম্পিয়নদের সামনে অপরাজিত দল ভারত। এবারও কি ইংলিশদের রাজত্ব, নাকি ভারতের প্রতিশোধ?

 

গত আসরের মতো এবারও ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর নামিবিয়া ম্যাচটিও বৃষ্টিতে চোখ রাঙায়। ইংলিশদের দীর্ঘ অপেক্ষা শুরু হয়। ম্যাচ শুরুর শেষ সময়ের মাত্র ৪৫ মিনিট দূরে ছিল জস বাটলারের দল। অবশেষে ১০ ওভারের খেলা মাঠে গড়ালে স্বস্তি ফেরে ইংলিশ শিবিরে। ম্যাচে ডিএলএস মেথডে ৪১ রানের জয়ে তারা টিকে থাকে।

 

এখানেই শেষ নয়। গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট দেয় স্কটল্যান্ড। জিতলেই স্কটিশরা সুপার এইটে উঠবে, বিদায় নেবে ইংল্যান্ড। যদিও এই রান তাড়া করতে নেমে অজিরা ৫ উইকেটে জিতলে তবেই ইংল্যান্ড উঠে যায় সুপার এইটে।

 

কঠিন পরীক্ষা দিয়ে সুপার এইটে আসা দলটি দুই জয়ে পায় সেমিফাইনালের টিকিট। এবার তাদের ফাইনালের পথে বড় বাধা ভারত। চলতি আসরের মাত্র দ্বিতীয় অপরাজিত দল রোহিত শর্মারা। ফ্লোরিডায় কানাডার সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এছাড়া বাকি ছয়টি ম্যাচ জিতে নিয়েছেন রোহিতরা।  

 

বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৮টা ৩০ মিনিটে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের লড়াই। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন