চট্টগ্রামে চিকিৎসাসেবা

বড় বিনিয়োগে আসছে দেশী বিদেশী প্রতিষ্ঠান

সুজিত সাহা চট্টগ্রাম ব্যুরো

উপকূলীয় অঞ্চল হওয়ার পাশাপাশি মেজবান সংস্কৃতিসহ খাদ্যাভ্যাসের কারণে চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে হূদরোগসহ অসংক্রামক নানা রোগের প্রাদুর্ভাব বেশি। যদিও চিকিৎসা সুবিধায় এখনো বেশ পিছিয়ে অঞ্চলটি। তবে বর্তমানে পরিস্থিতিতে পরিবর্তনের ব্যাপক আভাস পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের চিকিৎসাসেবায় বড় বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে দেশী-বিদেশী বেশকিছু প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা জানান, এতদিন পর্যন্ত হূদরোগ চিকিৎসায় চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কাছে আস্থার একমাত্র জায়গা ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। কিন্তু বিপুলসংখ্যক হূদরোগীর চাপ সামাল দিতে পারছে না সরকারি হাসপাতালটি। কারণে এখানকার উচ্চ মধ্যবিত্ত পরিবারের হূদরোগীদের মধ্যে রাজধানী ঢাকা বা প্রতিবেশী ভারতসহ অন্যান্য দেশে গিয়ে চিকিৎসা সুবিধা নেয়ার প্রবণতা তৈরি হয়েছে। তথ্যমতে, চমেক হাসপাতালে প্রতি বছর হূদরোগীর সংখ্যা বাড়ছে ১০-১২ শতাংশ করে। হাসপাতালের দুই ব্লক মিলিয়ে প্রতিদিনই হূদরোগী ভর্তি থাকছেন ৪৫০ জন করে। রোগীর চাপের তুলনায় এখানকার বেডসহ অবকাঠামো সুবিধাও খুবই অপ্রতুল। আবার হাসপাতালটির দুটি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) একসঙ্গে সেবা দেয়া সম্ভব সর্বোচ্চ ২৭ জনকে। ফলে স্থানীয় উচ্চ মধ্যবিত্ত পরিবারের হূদরোগীদের মধ্যে ঢাকা বা বিদেশে পাড়ি দেয়ার প্রবণতা বাড়ছে। একই বিষয়ের পুনরাবৃত্তি দেখা যায় কিডনির জটিলতাসহ জটিল অসংক্রামক অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও।

চাহিদা তৈরি হওয়ায় বর্তমানে অঞ্চলে চিকিৎসাসেবা দেয়ার জন্য বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে বেসরকারি খাতের দেশী-বিদেশী উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো। এসব বিনিয়োগকারীর তালিকায় যেমন চট্টগ্রাম ঢাকার বড় শিল্পগ্রুপ রয়েছে, তেমনি রয়েছে বিদেশী প্রতিষ্ঠানও।

চলতি বছরের শুরুতে ওয়েল গ্রুপসহ বেশ কয়েক বিনিয়োগকারীর সম্মিলিত উদ্যোগে গড়ে তোলা পার্কভিউ হাসপাতাল উদ্বোধন করা হয়। ভারতের হাসপাতাল গ্রুপ ফরটিজ এরই মধ্যে চট্টগ্রামে তাদের সেবা কার্যক্রম শুরু করেছে। দেশের বৃহত্তম বেসরকারি বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম চলতি বছরের শেষ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও এসটিএস গ্রুপ, স্কয়ার গ্রুপ, এস আলম গ্রুপ, মোস্তফা গ্রুপ, মেরিডিয়ান গ্রুপ চট্টগ্রামে হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্যে এসব হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন