বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ রাবাব ফাতিমার

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেছেন সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে গিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি। গতকাল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

গত ২৯ নভেম্বর জাতিসংঘে বাংলাদেশের পঞ্চদশ স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাবাব ফাতিমা। এর আগ পর্যন্ত তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা ১৯৮৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিউইয়র্ক জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, ভারতের কলকাতা এবং চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন। মানবাধিকার বিষয়াবলিতে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার অভিজ্ঞতা রয়েছে। লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে মানবাধিকার বিভাগের প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে কাজ করার সূদীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে কূটনীতিকের।

গতকাল নিজের পরিচয়পত্র পেশকালে জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। সময় গুতেরেস বাংলাদেশকে জাতিসংঘের বন্ধু হিসেবে উল্লেখ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারিক মো. আরিফুল ইসলাম, মিনিস্টার মনোয়ার হোসেন, জাতিসংঘের রাজনৈতিক শান্তি-বিনির্মাণ বিষয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকারলো, মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট মারিয়া লুইজা রিবিরিয়ো ভিয়োট্টি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন