বাজারে স্মার্ট ডেস্ক ল্যাম্প মি ১এস

স্মার্টফোনের জন্য প্রযুক্তিপ্রেমীদের কাছে চীনা জায়ান্ট শাওমি পরিচিত একটি নাম। স্মার্টফোনের বাইরে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, অ্যাকসেসরিজ পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরি করে শাওমি। এবার প্রতিষ্ঠানটি ভারতের বাজারে এনেছে স্মার্ট এলইডি ডেস্ক লাম্প। মি ১এস নামের ডিজিটাল স্মার্ট ল্যাম্পে অ্যাপের মাধ্যমে ব্রাইটনেস নিয়ন্ত্রণ, কালার টেম্পারেচার নিয়ন্ত্রণসহ বিভিন্ন স্মার্ট ফিচারের সুবিধা মিলবে। এটি ভাঁজ করা যায়। মেটালের তৈরি স্মার্ট ল্যাম্প ১৩৫ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো যায়। ওজনে হালকা। ফলে ব্যবহারকারীরা সহজেই এটি এক জায়গা থেকে অন্যত্র বহন করতে পারবেন। এমনকি ভ্রমণের সময়ও এটি সঙ্গে নিতে পারবেন। মি ১এস স্মার্ট ল্যাম্পে রিডিং, পিসি, চাইল্ড মুডসহ বেশ কয়েকটি বিশেষ অপশন রয়েছে। পরিবেশ অবস্থাভেদে এসব মুড স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট ল্যাম্পটির নীল আলোর উজ্জ্বলতা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহারকারীর প্রয়োজন মতো চোখের আরাম দিতে সক্ষম। ভারতের বাজারে একেকটি স্মার্ট এলইডি ডেস্ক ল্যাম্প মি ১এস-এর দাম ধরা হয়েছে হাজার ৯৯৯ রুপি। সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন