রাজনৈতিক বিজ্ঞাপনে বিধিনিষেধ জারি করছে গুগল

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল নিজেদের প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপনের প্রচারণায় বিধিনিষেধ জারি করতে যাচ্ছে। এখন থেকে ভোটারদের প্রভাবিত করতে নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়কে লক্ষ্য করে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন দেয়া নিয়ন্ত্রণ করা হবে। গুগল নিয়ন্ত্রিত ইউটিউব গুগল সার্চ প্লাটফর্মে রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে বিশ্বজুড়ে বিধিনিষেধ কার্যকর হবে। খবর রয়টার্স বিবিসি।

গুগল জানিয়েছে, তাদের ডিজিটাল প্লাটফর্মের ব্যবহারকারীদের তথ্য থেকে ধারণা নিয়ে কোনো নির্দিষ্ট পক্ষের বা রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির পক্ষে রাজনৈতিক বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ দেবে না। রাজনৈতিক প্রচারণাকাজে জড়িতরা তাদের হাতে থাকা ভোটার তালিকার সঙ্গে গুগল বা ইউটিউব ব্যবহারকারীদের তালিকা মিলিয়ে দেখার সুযোগও পাবেন না। রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে গুগলের নতুন নীতিমালা সপ্তাহখানেকের মধ্যে যুক্তরাজ্যে কার্যকর হবে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের অন্য দেশেও নীতিমালা কার্যকর করবে প্রতিষ্ঠানটি।

গুগলের ডিজিটাল প্লাটফর্মে নির্দিষ্ট ভোটার ডাটাবেস মিলিয়ে প্রচার কার্যক্রম চালানোর পরিবর্তে নির্দিষ্ট বয়স, লিঙ্গ বা স্থান অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকবে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্লাটফর্মে দেয়া বিজ্ঞাপনে প্রতারণামূলক বক্তব্য থাকলেও ব্যবস্থা নেয়া হবে। এদিক থেকে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের নীতিমালার উল্টো অবস্থান নিয়েছে গুগল।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, নিজেদের প্লাটফর্মে রাজনৈতিক প্রার্থী কিংবা প্রচারণা কর্মসূচি থেকে দেয়া বিজ্ঞাপনের ক্ষেত্রে ফ্যাক্ট-চেক বা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে না।

অন্যদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটার তাদের প্লাটফর্মে কোনো রকম রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর সুযোগই রাখছে না। বিতর্কিত বিষয় সম্পূর্ণ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল প্লাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে চাপে রয়েছে ফেসবুক, গুগল টুইটারের মতো ইন্টারনেট জায়ান্টরা। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা ব্যবহারকারীর তথ্য পর্যালোচনা করে বিভিন্ন দেশের নির্বাচন প্রভাবিত করার অভিযোগ রয়েছে। ডিজিটাল প্লাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে বিতর্ক শুরু হয় ক্যামব্রিজ অ্যানালিটিকা-ফেসবুক তথ্য কেলেঙ্কারি প্রকাশের পর। ক্যামব্রিজ অ্যানালিটিকা বিভিন্ন সময় ফেসবুকের সাড়ে আট কোটির বেশি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়। তদন্তে বেরিয়ে আসে ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের হাতিয়ে নেয়া তথ্য গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষে প্রচারণাকাজে ব্যবহার করেছে। এরপর থেকে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে মার্কিন প্রশাসনের চাপের মুখে পড়ে ফেসবুক। নিজেদের প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে বিতর্ক এড়াতে আগাম সতর্ক অবস্থান নিল গুগল।

বিষয়ে গুগল অ্যাডস বিভাগের প্রধান পণ্য ব্যবস্থাপক স্কট স্পেন্সার এক ব্লগ পোস্টে জানান, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাজনৈতিক সংলাপকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি। কেউ প্রতিটি রাজনৈতিক দাবি, পাল্টা দাবি ক্ষোভকে সংবেদনশীলভাবে বিচার করতে পারে না। তবে যেসব রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি, তা সীমিত পর্যায়ে থাকবে। কেবল সুস্পষ্ট নীতিমালা ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমরা যে পরিবর্তন আনছি তা প্রয়োগে কিছুটা দেরি হতে পারে। যুক্তরাজ্যে দ্রুত কার্যকর করা হচ্ছে। তবে জানুয়ারির

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন