গজারিয়ায় লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

বণিক বার্তা অনলাইন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কীর্তন খোলা-২ এর ধাক্কায় এমভি নাজিয়া নামে একটি বালুভর্তি বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজ্যান্ট কমান্ডার আবদুস সামাদ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেঘনা নদীতে তাদের খোঁজতে ডুবুরি দল, কোস্টগার্ড ও পুলিশের সমন্বিত উদ্ধার অভিযান চালছে। সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে।

আজ রোববার (১৭ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গজারিয়া লঞ্চঘাটের কাছে মেঘনায় বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ এর ধাক্কায় ঘুমন্ত চার শ্রমিকসহ জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ। ডুবে যাওয়া বাল্কহেডে থাকা চার শ্রমিকের মধ্যে মিজানুর রহমান বের হতে পারলেও আরো তিন শ্রমিক মুন্না মোল্লা, আসলাম মিয়া ও এমাদুল হক নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ডের স্টেশন অফিসার এম এম আসিফ জানান, ঢাকার সদরঘাট থেকে লঞ্চটির চালক মো. শহিদুল ইসলাম এবং দুই মাস্টার জাহাঙ্গীর হোসেন ও ইউনুচ ব্যাপারীকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন