বাংলাদেশের সামনে ভুটান

ক্রীড়া প্রতিবেদক

 এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ বাহরাইনের খলিফা স্পোর্টস সিটির ঈসা টাউন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হবে ম্যাচ

প্রথম ম্যাচে বাহরাইনের কাছে - গোলে হারে মিশন শুরু এন্ড্রু পিটার টার্নারের দলের পরের ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধের শেষদিকে পিছিয়ে যায় লাল-সবুজরা ৭৪ মিনিটে অধিনায়ক ইয়াসিন আরাফাতের গোলে সমতায় আসে দল

দুই ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশের পরবর্তী পর্বে উত্তরনের সম্ভাবনা নেই কারণ বাছাইয়ে ১১ গ্রুপের সেরা দলগুলোর সঙ্গী হয়ে মূলপর্বে যাবে রানার্সআপ হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ চারটি ১১ গ্রুপের পাঁচটির দ্বিতীয় স্থানে থাকা দলের পয়েন্ট আজ জিতলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াবে -

দুই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে আছে বাহরাইন আজ জর্ডানের বিপক্ষে খেলবে দেশটি বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বাছাই শেষ করার সম্ভাবনা আছে এজন্য বাহরাইনের কাছে জর্ডানের হার কামনা করতে হবে; ভুটানের বিপক্ষেও চাই বড় জয় সে লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজরা দলনায়ক ইয়াসিন আরাফাত বলেছেন, জর্ডানের বিপক্ষে ম্যাচটা দুর্দান্ত ছিল আমরা ভুটানের বিপক্ষেও ভালো ম্যাচ খেলতে চাই

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন