টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

গত বছর বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ ড্র করেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। সেই হার মেনে নিতে না পেরে মেজাজ হারিয়ে আম্পায়ার ও বিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতি অসদাচরণের করায় দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর।

 

সেই স্মৃতি ভুলতে না ভুলতেই দুই দল আবার মুখোমুখি হচ্ছে। সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে দুই প্রতিবেশী দেশ। সবগুলো ম্যাচই হবে চায়ের শহরে। রোববার প্রথম ম্যাচ।

 

পরের ম্যাচগুলো যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সিরিজের সব ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।  

 

এই সিরিজে খেলতে আজ দুপুরে সিলেট শহরে পা রাখে ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এই দলটিকে নেতৃত্ব দেবেন হারমানপ্রিত।  

 

এদিকে, চলতি মাসের শুরুর দিকে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০তে হারায় সফরকারী অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের ফলও একই।  

 

এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসছে ১০ দলের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ওই আসর সামনে রেখেই বাংলাদেশের সঙ্গে প্রস্তুতির এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে ভারত।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন