জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক

উবারের নিট লোকসান দাঁড়িয়েছে ১২০ কোটি ডলার

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাইডশেয়ারিং কোম্পানি উবারের নিট লোকসান ১২০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা দ্বিতীয় প্রান্তিকের ৫২০ কোটি ডলারের চেয়ে বেশ কম গত সোমবার প্রকাশিত প্রান্তিক আর্থিক খতিয়ানে তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি খবর দ্য ভার্জ

উবারের আর্থিক খতিয়ান অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের রাজস্ব ৩০ শতাংশ বেড়ে ৩৮০ কোটি ডলারে পৌঁছেছে রাজস্ব আয়ে ওয়াল স্ট্রিট জার্নালের পূর্বাভাসকে ছাড়িয়েছে প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে উবারের রাজস্ব আয় ৩৬০ কোটি ডলারে পৌঁছানোর পূর্বাভাস ছিল

টানা কয়েক প্রান্তিক ধরে লোকসান গুনছে উবার যে কারণে বিনিয়োগকারীদের চাপে রয়েছে প্রতিষ্ঠানটি মুনাফার ধারায় ফিরতে নানামুখী উদ্যোগ নিয়ে এগোচ্ছে বহুজাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি উবার লিফট চলতি বছর পাবলিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে আইপিও ঘোষণার পর থেকে উভয় প্রতিষ্ঠান লোকসানের প্রতিবেদন দিয়ে আসছে

রাইডশেয়ারিং কোম্পানি রিফট গত সপ্তাহে তৃতীয় প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশ করেছে যেখানে ৪৬ কোটি ৩০ লাখ ডলার লোকসানের তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি

উবার লাভজনক পর্যায়ে ফিরতে কাজ করছে এর অংশ হিসেবে পরিচালন ব্যয় কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি পরিচালন ব্যয় কমাতে গত প্রান্তিকজুড়ে এক হাজার বা মোট কর্মিবাহিনীর শতাংশ ছাঁটাই করেছে উবার উবারের বৃহৎ প্রবৃদ্ধির বাজার এখনো উত্তর আমেরিকা তৃতীয় প্রান্তিকে বাজারটিতে এক বছর আগের একই সময়ের চেয়ে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ আয় বাড়াতে গত প্রান্তিকে উবার অ্যাপে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে বর্তমানে বিশ্বব্যাপী রাইড শেয়ারিং এবং ফুড সরবরাহ অ্যাপ সমন্বয় করতে কাজ করছে প্রতিষ্ঠানটি ফলে রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন