রিং শাইন টেক্সটাইল

এমডির স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ধারণকৃত শেয়ারে তিন বছরের লক-ইন

নিজস্ব প্রতিবেদক

 রিং শাইন টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুং উয়ে মিনের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড কর্তৃক রিং শাইনের ধারণকৃত সব শেয়ারের জন্য এক বছরের পরিবর্তে তিন বছরের লক-ইনের শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৭০৪তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয় উল্লেখ্য, রিং শাইনের এমডি সুং উয়ে মিন ইউনিভার্স নিটিং গার্মেন্টসের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে অস্তিত্বহীন ইউনিভার্স নিটিং কোম্পানির নামে রিং শাইন টেক্সটাইলের প্রায় ২৫ কোটি টাকার শেয়ার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় এতে দাবি করা হয়, ইউনিভার্স নিটিং গার্মেন্টসের চেয়ারম্যান সুং উয়ে মিন যে রিং শাইন টেক্সটাইলের এমডি হিসেবে দায়িত্বরত, তা কোম্পানির প্রসপেক্টাস, এমনকি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও উল্লেখ নেই

তবে পর্যালোচনায় দেখা গেছে, রিং শাইনের প্রকাশিত প্রসপেক্টাসের ১৯৫ নম্বর পাতায় কোম্পানিটির এমডি সুং উয়ে মিনের অন্যান্য কোম্পানিতে সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ রয়েছে এছাড়া ইউনিভার্স নিটিং কোম্পানির নিয়মিত পরিচালনা কার্যক্রমে তার সক্রিয় থাকার প্রমাণাদিও কমিশনে পাঠিয়েছে রিং শাইন

অবস্থায় গতকালের সভায় বিস্তারিত আলোচনার পর কমিশন সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি যথাযথ ডিসক্লোজারের ভিত্তিতেই সম্পন্ন হয়েছে কারণে কোনো আইনের লঙ্ঘন হয়নি তারপরও বাজার বিনিয়োগকারীদের স্বার্থে ইউনিভার্স নিটিং গার্মেন্টস কর্তৃক রিং শাইনের ধারণকৃত সব শেয়ারের জন্য তিন বছরের লক-ইনের শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন