বাজারে ওয়ালটনের নতুন সাশ্রয়ী ফোরজি ফোন

নিজস্ব প্রতিবেদক

ভয়েস ওভার লং টার্ম ইভল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির নতুন ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন।প্রিমো জি৯ মডেলের অক্টা-কোর প্রসেসরযুক্ত ডিভাইসটি ব্লু, পার্পল ও রেড তিনটি রঙে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম ৬ হাজার ৩৯৯ টাকা।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, ৫ দশমিক ৪৫ ইঞ্চির ফুল-ভিউ এইচডি প্লাস ডিসপ্লের ফোনটির উল্লেখযোগ্য ফিচার হলো ১ দশমিক ৬ গিগাহার্টজের এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টা-কোর প্রসেসর। ২ গিগাবাইট ডিডিআর৪ র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিকসসংবলিত ডিভাইসটিতে এআই প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত ডুয়াল সিমে ফোরজি সমর্থিত ডিভাইসটিতে ফেস আনলক প্রযুক্তি আছে। এর ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে।

ওয়ালটনের দেশে তৈরি এ স্মার্টফোনে এক মাসের রিপ্লেসমেন্ট সুবিধাসহ ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন