দেশের বাজারে রেডমি কে২০ প্রো

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে রেডমি কে২০ প্রো উন্মোচন করেছে শাওমি। এটি প্রতিষ্ঠানটির রেডমি সাব-ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ ফোন।

রেডমি কে২০ প্রোতে ৬ দশমিক ৩৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৯.৫:৯। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি কে২০ প্রোতে রয়েছে সনি আইএমএক্স৫৮৬ সেন্সর সংবলিত ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরার ৮ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো লেন্স এবং ১২৪.৮ ফিল্ড অব ভিউ সুবিধা সংবলিত ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিখুঁত ছবির নিশ্চয়তা দেবে। এছাড়া রেডমি কে২০ প্রোতে ২০ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে।

ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটির ৮ গিগাবাইট র্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়ানো যাবে। এতে সপ্তম প্রজন্মের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কার্ভড করনিং গরিলা গ্লাস ৫। এর ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে। কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে আছে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফাস্ট-চার্জ সমর্থন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন