আয়নাঘরের প্রমাণ পেয়েছে কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কার্যালয়ে বহুল আলোচিত ‘আয়নাঘর’ বা বন্দিশালায় আলামত নষ্টের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। কমিশনের সভাপতি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী গতকাল ঢাকার গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, কাজে নেমে দুই সপ্তাহে গুমের প্রায় ৪০০ অভিযোগ তারা পেয়েছেন।

ডিজিএফআই কার্যালয়ের বন্দিশালা দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ডিজিএফআইয়ের যেটা আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওইটা ডিজিএফআইয়ের কম্পাউন্ডে আছে, এটা দোতলা বিল্ডিং। নিচতলায় ২০ থেকে ২২টা সেল আছে। ওপরের তলায় কিছু রুম আছে। সোশ্যাল মিডিয়ায় এটা বলা হচ্ছে আয়নাঘর, কিন্তু এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল।’

কমিশনের সভাপতি বলেন, ‘সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র‍্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে।’

আয়নাঘর পরিদর্শন নিয়ে তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি। ১ অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি। তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি। সম্ভবত ৫ আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। র‍্যাবেরটায় আমরা এখনো পরিদর্শন করিনি, সামনে করব।’

আয়নাঘরের বিভিন্ন আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে। ভিক্টিমরা বলেছিল, ওয়ালে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল। অনেকের ফোন নম্বর, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলো পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা পাইনি। গত ৫ আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, তার পর পরই এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা।’

কমিশনে কেমন অভিযোগ জমা পড়ছে—এ প্রশ্নের জবাবে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ‘১৫ সেপ্টেম্বর থেকে ভার্চুয়ালি কাজ শুরুর পর ১৩ দিনে তারা ৪০০ অভিযোগ পেয়েছেন। অনেকে লিখিতভাবে অভিযোগ পাঠিয়েছি, অনেকে ই-মেইলে পাঠিয়েছেন। আপনারা বুঝতেছেন এটা একটা সময়সাপেক্ষ কাজ।’

গত ১২ সেপ্টেম্বর অভিযোগ জানানোর প্রক্রিয়া তুলে ধরে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। অভিযোগ জানাতে প্রথমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হলেও পরে তা ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন