বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল আগের দিন রাতে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, নারায়ণগঞ্জ ফরিদপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে

নাটোর: যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গাজীরবিলে দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এসএম জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চৌঠালা ইউনিয়নের মাদ্রাসা মোড়ে দুর্ঘটনা ঘটে। নিহত আলী জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুরের বড়হাদি নগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বরিশাল: জেলার গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চঞ্চল সরকার (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাইনেরপাড়ে দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল সরকার ঝালকাঠি সদর উপজেলার সংগ্রাম নীল গ্রামের নগেন্দ্র নাথ সরকারের ছেলে। তিনি পিরোজপুরের নেছারাবাদে শ্বশুরবাড়ি থাকতেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ট্রাকে আমড়া নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ব্যবসায়ী চঞ্চল সরকার। বরিশাল-ঢাকা মহাসড়কের গাইনেরপাড়ে এসে ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। রাস্তার পাশে ট্রাক রেখে মেরামত করা হচ্ছিল। সময় পাশে বসে তা দেখছিলেন চঞ্চল সরকার। তখন ঢাকাগামী একটি পিকআপ এসে ধাক্কা দিলে চঞ্চল সরকার ঘটনাস্থলে মারা যান।

নারায়ণগঞ্জ: জেলার কাঁচপুরে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় মো. হারেজ মিয়া (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিসের সদস্য। গতকাল সকাল সাড়ে ৮টায় দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. আল আমিন জানান, হারেজ সোনারগাঁ রহিম স্টিল মিল লিমিটেডে কর্মরত ছিলেন। সকালে নয়াবাড়ী কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় হারুন আর রশিদ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হারুন ফরিদপুরের ভাঙ্গা থানার গঙ্গাধরদি গ্রামের খালেক চৌকিদারের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন