এবার ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনতে পারে শাওমি

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চীনের টেলিকম সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে চলতি মাসে বিশ্বের প্রথম তিন ভাঁজ করা স্ক্রিন বা ট্রাই-ফোল্ড স্মার্টফোন উন্মোচন করেছে। এদিকে প্রযুক্তি কোম্পানি শাওমি জুলাইয়ে তাদের সর্বশেষ ফোল্ডেবল স্মার্টফোন মিক্স ফোল্ড ফোর প্রকাশ করেছে। হুয়াওয়ের পর শাওমি এখন ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

নাইন্টি ওয়ান মোবাইলের প্রতিবেদন অনুযায়ী, শাওমি সম্প্রতি চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনে (সিএনআইপিএ) তাদের প্রথম ট্রাই-ফোল্ড ডিভাইসের জন্য একটি পেটেন্ট আবেদন জমা দিয়েছে। ওই আবেদনে ডিভাইসটির নকশা দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা আছে। পেটেন্টের ওপর ভিত্তি করে একটি সূত্র শাওমির নতুন ট্রাই-ফোল্ড ডিভাইসের কিছু ছবি তৈরি করেছে। ছবিগুলোয় দেখা যায়, ডিভাইসটি হুয়াওয়ের মেট এক্সটির তুলনায় বেশ পুরু। এটি বন্ধ থাকলে একটি সাধারণ স্মার্টফোনের মতো হয়ে যায় এবং পুরোপুরি খোলার সময় এটি একটি আয়তাকার স্ক্রিনের ট্যাবলেটের মতো দেখায়। সেই সঙ্গে ক্যামেরা মডিউলে এক লাইনে তিনটি ক্যামেরা পাশে একটি ফ্ল্যাশ রয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, শাওমির ট্রাই-ফোল্ড হুয়াওয়ের মেট এক্সটি আলটিমেটের মতো চওড়া নয়। বরং এটি দেখতে বেশ লম্বা এবং সরু, যা স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিক্সের মতো দেখতে। ফলে ডিভাইসটি খোলা বা বন্ধ থাকলেও একই রকম দেখা যায়। তবে ট্রাই-ফোল্ড স্মার্টফোনটি উৎপাদনের জন্য প্রস্তুত কিনা তা এখনো নিশ্চিত করেনি শাওমি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন