রেকর্ড সয়াবিন উৎপাদন করতে পারে ইউক্রেন

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

প্রতিকূল আবহওয়া সত্ত্বেও চলতি বছর রেকর্ড সয়াবিন উৎপাদন করতে পারে ইউক্রেন। শস্যটির আবাদযোগ্য অঞ্চল বৃদ্ধি উৎপাদন বাড়ার পেছনে ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য ও বিশ্লেষণী সংস্থা এপিকে-ইনফর্ম। খবর রয়টার্স। 

প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছর ইউক্রেনে গত বছরের তুলনায় সয়াবিন উৎপাদন বাড়তে পারে ৯ শতাংশ। এ সময় মোট উৎপাদন পৌঁছতে পারে ৬০ লাখ টনে। 

এপিকে-ইনফর্ম আরো জানায়, চলতি বছর ইউক্রেনে ২৬ লাখ ৬০ হাজার হেক্টর (৬৫ লাখ ৭০ হাজার একর) জমিতে সয়াবিন চাষ করা হয়েছে। এটি গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি। 

ইউক্রেন সাধারণত তার মোট সয়াবিন উৎপাদনের বেশির ভাগই বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে থাকে। ইউক্রেনের শস্য ব্যবসায়ীদের ইউনিয়ন ইউজিএ জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে দেশটিতে প্রায় ৩০ লাখ টন সয়াবিন রফতানি হয়েছে। সে সময় শস্যটির মোট উৎপাদন হয়েছিল ৪৯ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন