নতুন করে মুক্তি পাচ্ছে মহানগর

ছবি : বণিক বার্তা

৬১ বছর পর থিয়েটারে আসছেমহানগর পুরনো অনেক সিনেমাই নতুন করে আসছে প্রেক্ষাগৃহে। সে ধারাবাহিকতায় যুক্ত হলো মহানগর। নিয়ে একটি প্রেক্ষাগৃহের মালিক ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ভাবনা নতুন করে প্রজন্মের মনে বুনে দিতেই তার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনছেন সিনেমাটি। শহরে ঘটে যাওয়া সাম্প্রতিক আন্দোলনকে সামনে রেখে একুশ শতক ফিরে দেখবে ষাটের দশকের কলকাতাকে। সিনেমা নতুন করে মুক্তি দেয়ার একটা ধারা চলছে। তা নিয়ে প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্তের প্রশ্ন, ‘হাম আপকে হ্যায় কৌন, বীরজ়ারা, পড়োসন, বম্বে টু গোয়ার মতো ছবি পুনর্মুক্তির পর দর্শক কিন্তু আগ্রহের সঙ্গে প্রেক্ষাগৃহে এসেছে। তাহলে সত্যজিৎ রায়ের ছবি নয় কেন?’ মহানগর সত্যজিৎ রায়ের অন্যতম সেরা সৃষ্টি। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন