সাড়ে ৩ বছরে প্রথমবার সুদহার কমাল ইন্দোনেশিয়া

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

সাড়ে তিন বছরের বেশি সময় পর প্রথমবারের মতো সুদহারে কাটছাঁট আনল ইন্দোনেশিয়া। গতকাল ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়ে ৬ শতাংশ করার ঘোষণা দেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর আগে সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে সুদহার কমানো হয়। খবর আনদোলু।

মূল্যস্ফীতি ও অন্যান্য পরিস্থিতি বিবেচনায় ২০২২ সালের আগস্ট থেকে টানা কয়েক দফা সুদহার বাড়ায় ব্যাংক ইন্দোনেশিয়া। ফলে ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে গত এপ্রিলে সুদহার বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ২৫ শতাংশে।

ইন্দোনেশিয়ার আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের মূল্যস্ফীতির পূর্বাভাসের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 সামগ্রিক বাজার পরিস্থিতি বলছে, এ সময় মূল্যস্ফীতির গতি মন্থর হয়ে আসবে।

ব্যাংক ইন্দোনেশিয়া আরো বলেছে, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী করতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন