ব্যাংকে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ছবি : পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকিং সেক্টর কেউ ভালো চালাচ্ছে। কেউ খারাপ চালাচ্ছে। অনেকে ঠিকমতো চালাতে পারেন না। এটা চিরাচরিত নিয়ম যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তাহলে তাকে সহযোগিতা করা। একটা ব্যাংকের সঙ্গে আরেকটা ব্যাংককে মার্জ করে দেয়া। এটা যাতে চালু হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখা হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুন) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা্ বলেন।

শেখ হাসিনা বলেন, ব্যাংকে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ সরকারের দায়িত্ব। সেটাই পালনের চেষ্টা করা হচ্ছে। তারপরও কিছু মানুষ তো লোভী হয়ে যায়। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ রেখে বিদেশে রাখতে গিয়ে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। তা সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেলল যে শেষে আর দেশেই থাকা যায় না। তাহলে অর্থ বানিয়ে লাভটা কী হলো? এটা তো মানুষ চিন্তা করে না। বোধ হয় নেশার মতো পেয়ে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন