পাঁচ জেলায় সড়কে ঝরল সাত প্রাণ

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় সাতজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে নাটোর, চট্টগ্রাম, সাতক্ষীরা, রাঙ্গামাটি ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

নাটোর: নলডাঙ্গায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল বিকালে উপজেলার সাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিজিবি সদস্য মোক্তাদুল আলম (৩০) ও ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমান (৬৫) নিহত।

নওগাঁ বিজিবিতে কর্মরত মোক্তাদুল মায়ের মৃত্যুর কারণে ছুটি নিয়ে নিজ বাড়ি মাগুরায় যাওয়ার জন্য অটোরিকশায় করে নাটোরে আসছিলেন। খলিলুর রহমান নওগাঁ কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন।

চট্টগ্রাম: পটিয়ায় ট্রাকের ধাক্কায় টেম্পোর দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গত সোমবার রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার ওমর ফারুকের ছেলে সুফী আলম (২৫) এবং কিশোরগঞ্জ জেলার ফিরোজ মিয়ার ছেলে নুরুজ্জামান (১৯)।

সাতক্ষীরা: শ্যামনগরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এবাদুল হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্য আরোহী। গতকাল বেলা ১১টার দিকে শ্যামনগর-কালীগঞ্জ সড়কের জাহাজঘাটায় এ দুর্ঘটনা ঘটে। এবাদুল হোসেন কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আজিজ শেখের ছেলে। আহত নাজমুল গাজী (২২) একই উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা কোয়ালপাড়ার নুর ইসলাম গাজীর ছেলে।

রাঙ্গামাটি: জেলার কাপ্তাইয়ে জিপ (চাঁদের গাড়ি) উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন (১৯) রাইখালী ইউনিয়নের ফুলতলি মুসলিম পাড়া এলাকার মো. বাহারমের ছেলে। আহতরা হলেন চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা (২৮) এবং মো. সাকিব (২২)।

কক্সবাজার: জেলার রামুতে সড়ক দুর্ঘটনায় তাওহীদ বাবু (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বিকাল ৫টায় মোটরসাইকেলে কক্সবাজারে আসার পথে জোয়ারিয়ানালায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাওহীদ বাবু কক্সবাজারের টেকপাড়ার লুৎফুর রহমানের ছেলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন