উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

ছবি : বণিক বার্তা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও ১ জন স্থানীয় নাগরিক। বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসু-দ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিন জন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে এক জন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের মরদেহ ভোরেই উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। পাহাড় ও ঢালুর আশপাশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন