প্রথমবারের মতো শতভাগ প্রোপেন বাজারজাত করছে ইউনিগ্যাস

ছবি : বিজ্ঞপ্তি থেকে

এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিগ্যাস প্রথমবারের মতো গ্যাসভিত্তিক জেনারেটরের জন্য প্রোপেন বাজারজাত শুরু করেছে। ওয়াকেশা ইনো ব্র্যান্ডের লোকাল ডিস্ট্রিবিউটর ডানা ইঞ্জিনিয়ার্সের সঙ্গে যৌথভাবে পরীক্ষা চালিয়ে প্রতিষ্ঠানটি এ সক্ষমতা অর্জন করেছে। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটেক্স এলপি গ্যাসের পক্ষে ছিলেন পরিচালক (অপারেশনস) মো. জোবায়দুল ইসলাম চৌধুরী, সিএমও মো. ফারুকুজ্জামান, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কামরুল হাসান, হেড অব অপারেশনস মো. আনিসুর রহমান, টেকনিক্যাল হেড মো. আশফাক নাবিল। এছাড়া ডানা ইঞ্জিনিয়ার্সের পক্ষে ছিলেন চেয়ারম্যান সৈয়দ খালেদ মাসুদ, এক্সিকিউটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, টেকনিক্যাল অ্যাডভাইজার শেখ তৌহিদুল ইসলাম ও সিনিয়র জিএম রেহানা পারভিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন