শাহরুখ একজন দুর্দান্ত গল্পকার

ফিচার ডেস্ক

বিজয় সেতুপতি ছবি: ইন্ডিয়া টুডে

গত এক দশক পর ২০২৩ ছিল বলিউডের জন্য অন্যতম এক ব্যবসাসফল বছর। একের পর এক বক্স অফিস হিট ছিল বলিপাড়ায়। তার মধ্যে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা ছিল একটি। সিনেমায় ভিলেন চরিত্রে দেখা গেছে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকে। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে বিজয়কে দেখা গেছে সিনেমার সহ-অভিনেতা শাহরুখকে নিয়ে কথা বলতে।

জওয়ানের আগে বিজয় গত বছর প্রাইম ভিডিওর ‘ফারজি’ সিরিজে হিন্দিতে ওটিটি মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর বিজয়কে জওয়ানে দেখা গেছে ভিলেন হিসেবে। সেখানে কাজ করেছেন শাহরুখের সঙ্গে। তার সম্পর্কেও বিজয় বলেন, ‘আমি শাহরুখ খানের কণ্ঠ শুনে অবাক হয়েছি। তিনি একজন দুর্দান্ত গল্পকার। তার চিন্তা বহুমুখী। আমি তাকে একটি সাক্ষাৎকারে বলেছিলাম, তিনি একজন তারকার চেয়েও মানুষ হিসেবে আরো বেশি আকর্ষণীয়।’

জওয়ানের চিত্রগ্রহণের সময় অভিনেতা শাহরুখের সঙ্গে বিজয়ের সমীকরণ ছিল ভীষণ উত্তেজনার। তবে কাজের মধ্য দিয়ে শাহরুখের কাছ থেকেও বিজয় অনেক কিছু শিখেছেন বলেই জানান। 

বিজয় বলেন, ‘আমি সবার কাছ থেকে কিছু না কিছু শিখি। শাহরুখ খানের কাছ থেকে আমি যা শিখেছি তা হলো কাজের জন্য তার ইচ্ছাশক্তি কখনই কমে না। একদিন শুটিংয়ের সময়, তিনি অসুস্থ ছিলেন। কিন্তু তিনি যদি না বলেন কেউ কোনোদিনও বিষয়টি ধরতে পারবেন না। এটি তার একটি আশ্চর্যজনক গুণ। তিনি আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেছেন, যা ভেবেই আমার আনন্দ লাগে।’

বিজয় যদিও জওয়ানে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন, তবে সামনে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করতে চান না। তিনি বলেন, ‘মেরি ক্রিসমাস’ সিনেমার প্রচারের সময় আমি প্রথম বলেছিলাম, আমি ভিলেন চরিত্র ও অতিথি চরিত্রে অভিনয় করতে চাই না। সাম্প্রতিক সময়ে আমি এ ধরনের অনেক চরিত্র প্রত্যাখ্যান করেছি। যখন একই চরিত্রে একাধিকবার অভিনয় করা হয় তখন অভিনয়ে সীমাবদ্ধতা চলে আসে।’ 

বিজয়ের ৫০তম চলচ্চিত্র ‘মহারাজা’, যা ১৪ জুন মুক্তি পেয়েছে। এবার ভিন্ন ধারার গল্পে কাজ করছেন বিজয় সেতুপতি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন