উপজেলা নির্বাচনে টাকার প্রবাহ বাড়ায় প্রভাব পড়েছে বাজারে —বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘সারা দেশে উপজেলা নির্বাচন চলছে। এ নির্বাচনে অনেক মানুষের কাছে প্রচুর টাকার সরবরাহ হয়েছে। সংগত কারণে বাজারে যখন টাকার সরবরাহ বা প্রবাহ বেড়ে যায়, তখন পণ্যের দামে একটু প্রভাব পড়তে থাকে।’ রাজধানীর একটি হোটেলে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘রাজনৈতিক বিভিন্ন কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হতে পারে। চলমান উপজেলা নির্বাচনের কারণে মানুষের কাছে অনেক টাকা আছে। এটা নিয়েও অনেকেই ট্রল করবেন। তবে এটা তো‌ সত্যি, নির্বাচনে কিছু লোকের কাছে টাকা আসছে।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং শুরু করেছি। এ বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। দ্রব্যমূল্য কীভাবে সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যায়, সেখানে তা আলোচনা হবে। পণ্যের যথেষ্ট সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্যারিফ যেন যৌক্তিক থাকে এ বিষয়েও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে। তেল-চিনিসহ অতিপ্রয়োজনীয় পণ্যের দাম যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেজন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে।’

ইউএসএআইডির সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয় আরজেএসসির নতুন অনলাইন সিস্টেম ‘স্মার্ট আরজেএসসি’ বাস্তবায়ন করছে। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্যোক্তা, কোম্পানিসহ ব্যক্তিকেও স্মার্ট হতে হবে। স্মার্ট আরজেএসসিকে সফল করতে সেবাভোগীদের মধ্যস্বত্বভোগী এড়িয়ে চলতে হবে। স্মার্ট আরজেএসসি ব্যবস্থাকে তিন মাস ইউজার টেস্ট করলে আরো গণমুখী করা যাবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের সব পিলারই এ ব্যবস্থায় আছে।’

যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন