ট্রেন লাইনচ্যুত : আড়াই ঘণ্টার পর স্বাভাবিক ট্রেন চলাচল

বণিক বার্তা অনলাইন

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ঢাকায় ফিরতে শুরু করেছে ঈদের ছুটিতে যাওয়া মানুষ। তবে স্বস্তিতে ফেরার যাত্রায় অস্বস্তি তৈরি হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে লাইনচ্যুত হয়েছে যমুনা এক্সপ্রেস। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আড়াই ঘণ্টা পর যমুনা এক্সপ্রেসের ট্রেনটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস। 

তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। এতে সেখানে ডাবল লাইন থাকায় একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা হয়। এতে সকাল সাড়ে ১০টা থেকে ডাবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। 

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফেরদৌস আহমেদ বিশ্বাস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন