পাবলিক লেকচারে পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ছবি : পরিবেশ মন্ত্রণালয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায়সংগত প্রাপ্যতা নিশ্চিতে তরুণদের, বিশেষ করে নারীদের সম্পৃক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে।’ মন্ত্রী তরুণদের জলবায়ু ন্যায়বিচারের পক্ষে সক্রিয় ভূমিকা নিতে এবং বিশ্বনেতাদের জবাবদিহি করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বের এবং এর জনগণকে রক্ষা করে এমন নীতিমালা এবং উদ্যোগগুলো গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

গতকাল ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ‘‌জলবায়ু ন্যায়বিচারের উন্নয়ন: আদালত ও যুবসমাজের ভূমিকা’ শীর্ষক অধ্যাপক ড. সালিমুল হক মেমোরিয়াল পাবলিক লেকচারে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন