ঈদের ছুটিতে পানিতে ডুবে ২১ জনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা

ঈদের ছুটিতে দেশের ১৪ জেলায় পানিতে ডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জে চারজন এবং জামালপুর, শেরপুর, ঠাকুরগাঁও ও নাটোরে দুজন করে আটজনের মৃত্যু হয়। যশোর, ঝালকাঠি, বরিশাল, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী, বগুড়া, টাঙ্গাইল ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে নয়জনের। মৃতদের বেশির ভাগই শিশু। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

মুন্সিগঞ্জ: টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে গত শুক্রবার তিনজনের মৃত্যু হয়। তারা হলেন আরিফ আহমেদ, তার বাবা রিয়াদ আহমেদ ও খালু জুয়েল রানা। একই দিন টঙ্গিবাড়ীতে ওজু করার সময় পা পিছলে পানিতে ডুবে প্রাণ হারান মালয়েশিয়া প্রবাসী সুলতান সরদার।

শেরপুর: নালিতাবাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। রোববার সন্ধ্যায় কাওয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের আব্দুল হাইয়ের ছয় বছর বয়সী মেয়ে আছিয়া এবং একই গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফার নয় বছর বয়সী ছেলে সারোয়ার হোসেন। 

ঠাকুরগাঁও: রাণীশংকৈলে নদীতে ডুবে ইয়াসমিন (১২) ও তসলিমা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়। গত রোববার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জামালপুর: ইসলামপুর উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। গত শনিবার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মিনহাজ ও মিনাল। তারা বেলগাছা ইউনিয়নে জারুলতলা গ্রামের আজহার আলীর সন্তান। 

নাটোর: সিংড়া উপজেলার ঢাকঢোর গ্রামে গত শনিবার পুকুরে ডুবে সাত বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়। তারা হলো ওই গ্রামের সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে সুরাইয়া খাতুন ও তার মামাতো বোন সুরাইয়া ফাতেমা। 

বরিশাল: হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নে গতকাল সকালে নদীতে মাছ ধরতে নামে এক বেদে দম্পতি। ওই সময় নৌকায় ছিল তাদের শিশুকন্যা মিম। একসময় বাবা-মায়ের নজর এড়িয়ে নদীতে পড়ে যায় মিম। পরে তার লাশ পাওয়া যায়। 

ফেনী: সোনাগাজীর দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া এলাকায় শনিবার পুকুরে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটির নাম মহি উদ্দিন। সে দক্ষিণ-পূর্ব চর চান্দিয়ার মো. লিটনের ছেলে। 

যশোর: মণিরামপুরের ঝাঁপা মিস্ত্রিপাড়ায় গত বৃহস্পতিবার পুকুরে ডুবে মাহমুদুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। মাহমুদুল্লাহ একই উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে।

মৌলভীবাজার: রাজনগর উপজেলায় পুকুরে ডুবে রাজিদুল ইসলাম (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। গত শনিবার মুন্সিবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

টাঙ্গাইল: ঈদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গিয়ে কালিহাতীর পৌলী নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু হয়। গত শুক্রবার নদীর আকুয়া অংশে এ ঘটনা ঘটে। নিহত নিরব হোসেন (১৯) সদর উপজেলার সুরুজ এলাকার আলমগীর হোসেনের ছেলে। 

বগুড়া: বাঙ্গালী নদীতে গোসলে নেমে নাফিসা আকতার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। গত বুধবার বিকালে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নাফিসা আকতার ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 

কুড়িগ্রাম: রাজারহাটে তিস্তা নদীতে ডুবে সোহাগ নামে এক কিশোরের মৃত্যু হয়। গত শনিবার বিকালে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। 

লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে জিগারঘাট এলাকায় গত বুধবার পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাওহীদ ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। 

ঝালকাঠি: নলছিটি পৌর এলাকার বৈচণ্ডী গ্রামে গত শনিবার জুবায়ের ইসলাম গাজী (৬) নামে এক মাদ্রাসাছাত্র পানিতে ডুবে মারা যায়। জুবায়ের ওই গ্রামের ব্যবসায়ী মো. মনিরুজ্জামান গাজীর ছেলে।

গাইবান্ধা: পলাশবাড়ীতে পুকুরে ডুবে সনি মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। গত শুক্রবার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় এলাকায় এ ঘটনা ঘটে। সনি মিয়া ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন