চট্টগ্রাম টেস্ট শুরু আজ

বাংলাদেশের সমতায় ফেরার চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

ছবি : সংগৃহীত

সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সিলেট টেস্টে বড় ব্যবধানে জয় পাওয়া সিংহলিজরা ১-০ ব্যবধানে এগিয়ে। তাই সিরিজ ড্র করতে চাইলে জিততেই হবে স্বাগতিকদের। আর ম্যাচটি ন্যূনতম ড্র হলেই সিরিজ জিতে নেবে অতিথিরা। সাগরিকায় আজ খেলা শুরু হবে সকাল ১০টায়। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ২৩ টেস্ট খেলে বাংলাদেশ দুটি জয় পেয়েছে। ২০১৪ সালে জিম্বাবুয়েকে ও ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারায় টাইগাররা। এছাড়া বাকি ম্যাচগুলোর মধ্যে ১৪টি হেরেছে বাংলাদেশ, ড্র হয়েছে ৭টি। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুব বেশি ম্যাচ না জিতলেও এই মাঠই আবার আশা জেগেছে অন্য কারণে। সিলেটে কর্তৃত্ব করেছে লংকান পেসাররা। যদিও সাগরিকায় উইকেট ভিন্ন হবে। এখানের পিচ চিরাচরিতভাবে ব্যাটিং-স্বর্গ, স্পিনাররাও সুবিধা পাবেন। বাংলাদেশ আরো আশাবাদী হয়ে উঠছে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনে। প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন তিনি। আজ সব চোখ থাকছে কৃতী অলরাউন্ডার সাকিবের ওপরই।

চট্টগ্রামে মোট ১৯ টেস্ট খেলে ৬৪ উইকেট নিয়েছেন সাকিব, যা যেকোনো বোলারের চেয়ে বেশি। এ ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩৪ উইকেট। 

লম্বা সময় পর সাকিব ফেরায় স্বাগতিকরা উদ্দীপ্ত। গতকাল সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস তাকে নিয়ে বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিং রুমে তাকে পাওয়া সবসময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

সাকিবকে পুরো সুস্থ মনে হচ্ছে পোথাসের কাছে। তিনি বলেন, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

সাকিবকে বলা হয়, একের ভেতর দুই। অর্থাৎ তার ব্যাটিং ও বোলিংটা যেকোনো অধিনায়কের জন্য স্বস্তির কারণ। তবু আজ সাকিবের জন্য বাংলাদেশ একাদশের একজনকে সরে যেতে হবে। একাদশ গঠন নিয়ে পোথাস সরাসরি কিছু বলেননি। তার কথায়, ‘আমরা আগামীকাল (আজ) সকালে সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’

ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে লিটন দাসের। তাকে নিয়ে পোথাস বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে। মিডিয়া ও সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এ ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ। আমরা যদি তার সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফলই দেখাবে।’

প্রথম টেস্ট জিতে লংকানরা অনেকটাই নির্ভার। সিলেটে বাংলাদেশের ২০ উইকেট নিয়েছেন শ্রীলংকার তিন পেসার—কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। এবার চট্টগ্রামে স্পিনবান্ধব উইকেট বিবেচনায় নিয়ে লংকানদের একাদশেও আসতে পারে পরিবর্তন। সিলেটে কোনো উইকেট নিতে ব্যর্থ হওয়া মূল স্পিনার প্রবথ জয়সুরিয়া তো থাকছেনই, তার সঙ্গে একাদশে দেখা যেতে পারে অফ স্পিনার রমেশ মেন্ডিসকে। অবশ্য মেন্ডিস থাকবেন যদি দল একজন পেসার কম খেলায়। আর চোটের কারণে কাসুন রাজিথার জায়গায় স্কোয়াডে এসেছেন আসিথা ফার্নান্দো।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলে দুটি জিতেছে লংকানরা, ড্র হয় তিনটি। আজ তাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারছেন সিংহলিজরা।

গতকাল সংবাদ সম্মেলনে চট্টগ্রামের উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল লংকান দলনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাভাকে। তিনি এ নিয়ে বলেন, ‘উইকেট আমার কাছে ভালো লেগেছে। এখানে ব্যাটসম্যানরা সাহায্য পাবে। পরে যত সময় গড়াবে, তখন হয়তো স্পিন ধরবে।’

চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ দলের জন্য বাঁচা-মরার। টাইগাররা সর্বশক্তি দিয়ে এ টেস্টে ফিরতে চাইবে। এ চ্যালেঞ্জ নিয়ে লংকান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘ওরা যদি আক্রমণাত্মক হয়, আমরাও আক্রমণাত্মক হব। যদি শান্ত থাকে, তাহলে আমরাও শান্ত থাকব।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন