সিওপিডি রোগের ঝুঁকি ও জটিলতা

বণিক বার্তা ডেস্ক

রেসপিরেটরি ইনফেকশন

সিওপিডি আক্রান্তদের ফ্লু, সর্দি, নিউমোনিয়া ইত্যাদি হওয়ার আশঙ্কা বেশি থাকে। যেকোনো রেসপিরেটরি ইনফেকশনের ফলে শ্বাস গ্রহণ জটিল হতে পারে, যার ফলে পরবর্তী সময়ে লাং টিস্যুর ক্ষতি হতে পারে।

ডিপ্রেশন

শ্বাসকষ্টের কারণে রোগী অনেক কিছুই করতে পারে না, যা সে করতে পছন্দ করে। যার কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নিজেকে অন্যদের তুলনায় দুর্বল ভাবতে থাকে। এসবের ফলে ও জটিল রোগ মোকাবেলা করার কারণে রোগী ডিপ্রেশনে ভোগে। 

হার্ট জনিত সমস্যা
যথাযথভাবে নিশ্চিত না হওয়া গেলেও সিওপিডি হার্ট অ্যাটাকসহ হার্টজনিত ঝুঁকি সৃষ্টি করে।

ফুসফুসের ক্যান্সার
সিওপিডি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। আমাদের দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে এ ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি।

ফুসফুসের উচ্চ রক্তচাপ
সিওপিডির ফলে ফুসফুসের আর্টারিতে উচ্চ রক্তচাপ হতে পারে, এতে ফুসফুসে রক্ত চলে আসে। একে পালমোনারি হাইপারটেনশনও বলা হয়।

এছাড়া সিওপিডিহীন প্রাপ্তবয়স্কদের তুলনায় সিওপিডি আক্রান্তদের দৈনিক কার্যক্রম সীমিত থাকে। হাঁটতে, বিশেষ করে উঁচু স্থানে এবং সিঁড়ি বাইতে কষ্ট হয়। অনেক ক্ষেত্রে বহনযোগ্য অক্সিজেন ট্যাংকের মতো বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয়। এছাড়া দেখা দেয় যেকোনো কাজ করার ক্ষেত্রে অনিশ্চয়তা, কাজে বিভ্রান্তি বোধ করা বা ভুলে যাওয়া, ডিপ্রেশনে বা অন্যান্য মানসিক সমস্যায় ভোগা। আবার হার্ট ফেইলিউর, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হার্টের করোনারি রোগ, স্ট্রোক, অ্যাজমা রোগের ঝুঁকিও বেড়ে যায়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন