শীতে নাক, কান ও গলার যত্ন

গলায় ব্যথা...

বণিক বার্তা ডেস্ক

টনসিল 

বেশির ভাগ ক্ষেত্রেই এর কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। সাধারণত কম বয়সী শিশুরা ভাইরাসের কারণে (যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস) টনসিলাইটিসে আক্রান্ত হয়। শীতের দিনে মৌসুমি ফ্লু হওয়ায় টনসিলাইটিসের প্রকোপ বাড়ে। এছাড়া ‘গ্রুপ এ বিটা-হেমলাইটিক স্ট্রেপটোকক্কাস’ ব্যাকটেরিয়া দ্বারা ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুর টনসিলাইটিস হতে পারে।

এডেনয়েডের সমস্যা

এডেনয়েডের সমস্যা সাধারণত বাচ্চাদের মধ্যে বেশি দেখা দেয়। এ সমস্যা হলে বাচ্চা হাঁ করে শ্বাস করে নেয় এবং রাতে নাক ডাকে, শ্বাস নেয়ার জন্য ছটফট করে এবং ঘুমাতে খুব কষ্ট হয়। এসব বাচ্চার দিনের বেলায়ও খাবার সময় ঢোক গিলতে সমস্যা হতে পারে। শীত এড়িয়ে চলে বা অ্যান্টিবায়োটিক খেয়ে এ সমস্যা দূর করা যায়। অনেক ক্ষেত্রে এডেনয়েড গ্রন্থি অপারেশন করে ফেলে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন