অপরিপক্ক শিশু জন্মের ঝুঁকি বাড়ায় গর্ভাবস্থায় ধূমপান

বণিক বার্তা অনলাইন

নিউজ সায়েন্টিস্ট ডট কমের ছবি।

গর্ভধারণকালে মায়ের ধূমপানের অভ্যাস শিশুর ভবিষ্যস্বাস্থ্যজটিলতা বাড়িয়ে দেয়। এমনকি গর্ভবতী মায়ের ধূমপানের অভ্যাস অপরিপক্ক শিশু জন্মের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অধূমপায়ী নারীদের চেয়ে অন্তত তিনগুণ। ক্ষতির দিকটা চিকিৎসাবিজ্ঞানীরা আগে যতটুকু ভাবতেন, তারচেয়ে দ্বিগুণ। ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমোলজির এক প্রতিবেদনের বরাতে এমন খবর দিয়েছে দ্য গার্ডিয়ান

ব্রিটিশ স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) পক্ষ থেকে গর্ভবতী নারীদের প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণে নিরুৎসাহিত করা হয়েছে। মাত্রাতিরিক্ত চা, কফি কিংবা ধূমপান বাড়িয়ে দেয় গর্ভজটিলতাও। যে সব নারী ধূমপান করেন, তাদের মধ্যে প্রিম্যাচিউর বার্থের আশঙ্কা সাধারণ নারীদের তুলনায় তিনগুণ। ধূমপায়ী মায়ের জন্ম দেয়া সন্তানের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হওয়ার আশঙ্কাও চার গুণ বেশি। ভবিষ্যতে তাদের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যারও আশঙ্কার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। পাশাপাশি আশঙ্কা থাকে গর্ভপাতেরও।

গবেষকরা ৯০০ নারীর রক্তের নমুনা নিয়ে ধূমপান ও ক্যাফেইন সেবনে গর্ভধারণের ওপর প্রভাব পর্যবেক্ষণ করেছেন। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে চলমান এ গবেষণায় ১২, ২০, ২৮ এবং ৩৬ সপ্তাহের গর্ভবতীরা অন্তর্ভুক্ত ছিলেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাইনেকোলজি বিভাগের প্রধান গর্ডন স্মিথ এ বিষয়ে বলেছেন, ‘গর্ভধারণ অবস্থায় ধূমপান যে ক্ষতিকর, তা আমরা জানতাম। কিন্তু আমাদের গবেষণার ফল সে ধারণাকে অতিক্রম করে গেছে। এর মাধ্যমে শিশু মাতৃগর্ভে থাকা অবস্থাতেই নানা জটিলতা তৈরি হয়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন