নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

কোথায় করাবেন পরীক্ষা-নিরীক্ষা

স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারের পরামর্শকেই ভালো সমাধান মনে করে বেশির ভাগ মানুষ। কিন্তু চাইলে সাধারণভাবেও ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারেন আপনি। বিভিন্ন হাসপাতালে রয়েছে স্বাস্থ্য পরীক্ষার নানা প্যাকেজ। সেখান থেকে বেছে নিতে পারবেন নিজের জন্য প্রয়োজনীয় প্যাকেজ। জেনে নিন কোন হাসপাতালে কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।  এভারকেয়ার হাসপাতাল ঢাকায় আপনি একটি হেলথ প্যাকেজ পাবেন। সেখানে নিজের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারবেন। সেখানে যেমন যে কেউ স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন, তেমন শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রয়েছে আলাদা প্যাকেজ। এমন কিছু হেলথ চেকআপ প্যাকেজ পাবেন ইউনাইটেড হাসপাতালেও। সেখানেও পাবেন আপনি সুরক্ষিত আছেন কিনা সেটা নিশ্চিত করার মতো কিছু স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ। ল্যাবএইড হাসপাতালেও পাবেন স্বাস্থ্য পরীক্ষার নানা প্যাকেজ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। এছাড়া ডাক্তারের পরামর্শে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আপনি নিজের সুরক্ষার জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। খরচের ক্ষেত্রে হাসপাতালভেদে যেমন পার্থক্য দেখা যায় তেমনই আপনি কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা নেবেন তার ওপরও নির্ভর করবে অনেকখানি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন