মুখগহ্বরের ক্যান্সার

আক্রান্তদের মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশে

বণিক বার্তা ডেস্ক

দেশে প্রতি বছরই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রাদুর্ভাবের দিক থেকে ক্যান্সারের অন্যতম শীর্ষ ধরন হলো মুখগহ্বরের ক্যান্সার। ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড ইন্টারন্যাশনালের (ডব্লিউসিআরএফ) তথ্য অনুযায়ী, বর্তমানে গোটা বিশ্বে মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্তদের মৃত্যুহার বাংলাদেশেই সবচেয়ে বেশি।

কোনো কার্যকর ওষুধ উদ্ভাবন না হওয়ায় ক্যান্সার রোগটিকে বিবেচনা করা হয় মরণব্যাধি হিসেবে। প্রায় ২০০ ধরনের ক্যান্সার রয়েছে। এর মধ্যে সাধারণ একটি ধরন হলো মুখগহ্বরের ক্যান্সার।

ডব্লিউসিআরএফের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৭ লাখ ৪৪ হাজার ৯৯৪ জন মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত হয়েছে। গোটা বিশ্বে মুখগহ্বরের ক্যান্সার শনাক্তের হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ২০২০ সালে দেশে ৩০ হাজার ৫০০ মুখগহ্বরের ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে। জনসংখ্যার বিপরীতে শনাক্তের বয়স-প্রমিত হার (বিভিন্ন বয়সসীমায় আক্রান্তের হারের ভারযুক্ত গড় বা এএসআর) প্রতি লাখে ২১ জন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর হারে শীর্ষে বাংলাদেশ। ২০২০ সালে দেশে ১৬ হাজার ৮৮৪ জন মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। বয়স-প্রমিত হারে এ মৃত্যুহার দাঁড়ায় প্রতি লাখে ১১ দশমিক ৯ জনে। পুরুষ রোগীদের মৃত্যুহার প্রতি লাখে ১৭ দশমিক ৪ জন। নারী রোগীদের ক্ষেত্রে তা প্রতি লাখে ৬ দশমিক ১ জন।

বৈশ্বিক মানবমৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হিসেবে ক্যান্সারকে দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতি ছয়টি মৃত্যুর একটির জন্য দায়ী হলো ক্যান্সার। ডব্লিউএইচওর ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) বলছে, ২০২০ সালে দেশে ১ লাখ ৫৬ হাজার ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে ওই বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার। দেশের মানুষের মধ্যে প্রধানত ৩৫ ধরনের ক্যান্সার দেখা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় খাদ্যনালির ক্যান্সারের প্রাদুর্ভাব। মোট আক্রান্তদের ১৪ শতাংশেরই খাদ্যনালির ক্যান্সার হয়েছে। ৯ শতাংশ রোগী নিয়ে দ্বিতীয় পর্যায়ে রয়েছে ঠোঁট, মুখ ও মুখগহ্বরের ক্যান্সার। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে ৮ শতাংশ রোগী। নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় জরায়ু ক্যান্সার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন