ঘুরে দাঁড়াচ্ছে কান্তাস এয়ারলাইনসের যাত্রী পরিষেবা

বণিক বার্তা ডেস্ক

করোনাপূর্ব পরিস্থিতির দিকে এগিয়ে চলছে কান্তাস এয়ারওয়েজ। যাত্রীদের চাহিদা শিগগিরই মোট সিট সংখ্যাকে অতিক্রম করতে যাচ্ছে বলে প্রাক্কলন করেছে প্রতিষ্ঠানটি। চলতি অর্থবছর সফলভাবে শেষ হওয়ার পথে। ভাড়া বাড়ানো হলেও পর্যটনপ্রেমী যাত্রীরা যথেষ্ট আগ্রহী। আকাশপথে চলাচলের প্রবণতা বৃদ্ধি ও তার সঙ্গে কান্তাসের খরচ কমানোর নীতিমালাই বর্তমান সফলতা নিয়ে এসেছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলেন জয়েস দাবি করেছেন, এখন পর্যন্ত চাহিদা ও জোগানের মধ্যে কিছু তারতম্য রয়েছে। আন্তর্জাতিক চলাচলের ক্ষেত্রে তারতম্য আরো কিছুদিন থাকবে। অভ্যন্তরীণ আয় মহামারীপূর্ব পরিস্থিতির তুলনায় ১১৮ শতাংশ ও আন্তর্জাতিক আয় ১২৩ শতাংশে দাঁড়িয়েছে। চলতি অর্থবছর শেষ হতে যাচ্ছে ৩০ জুন। গত মৌসুমে ক্ষতির পর চলতি মৌসুমে সর্বোচ্চ আয়ের রেকর্ড তৈরি করতে চায় কান্তাস। প্রাক্কলন অনুসারে মৌসুম শেষে ট্যাক্সসহ আয় দাঁড়াবে ২৪৩-২৪৮ কোটি ডলারের মধ্যে। অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল মহামারীপূর্ব অবস্থায় ফিরতে পরে চলতি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যেই। আন্তর্জাতিক ক্ষেত্রে পুনরুদ্ধার ঘটতে কিছুটা সময় লাগছে, এখন পর্যন্ত পুনরুদ্ধার ঘটেছে ৮০ শতাংশের বেশি। সবকিছু ঠিক থাকলে উড়োজাহাজ চলাচল শতভাগ ফিরে আসবে ২০২৪ সালের মার্চ পর্যন্ত।

প্রধান নির্বাহী হিসেবে জয়েস কান্তাসের শেষ বছর অতিক্রম করছেন। সম্প্রতি প্রতিষ্ঠানের খরচ কমানোর স্বার্থে তার নেয়া পদক্ষেপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। তাছাড়া মহামারী-পরবর্তী সময়ে আকাশপথে চলাচল পুনরুদ্ধারের সুযোগে লাভবান হচ্ছে উড়োজাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলো। জ্বালানির উচ্চদাম ও সংশ্লিষ্ট খরচ পুনরুদ্ধার প্রক্রিয়াকে কিছুটা মন্থর করে দিলেও দীর্ঘস্থায়ী করতে পারেনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন