শিগগিরই কল ও মেসেজিং সুবিধা দেবে টুইটার

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

শিগগিরই কল ও এনক্রিপ্টেড মেসেজিংসহ নতুন কিছু পরিষেবা চালু করতে যাচ্ছে টুইটার। মাইক্রো ব্লগিং প্লাটফর্মটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক গতকাল মঙ্গলবার (৯ মে) এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। খবর রয়টার্স।

গত বছর মাস্ক ‘টুইটার ২.০ দ্য এভরিথিং অ্যাপ-এর পরিকল্পনা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এনক্রিপ্ট করা সরাসরি বার্তা (ডিএম), দীর্ঘ টুইট ও অর্থপ্রদানের মতো বৈশিষ্ট্য থাকবে এই সেবায়৷

গতকাল টুইট বার্তায় তিনি বলেন, শিগগিরই এই প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিও চ্যাট করা যাবে। যাতে আপনি বিশ্বের যেকোনো জায়গার মানুষের সঙ্গে ফোন নম্বর না দিয়ে কথা বলতে পারবেন।

এর মাধ্যমে মেটার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ফেসবুক ও ইনস্টাগ্রামের সমকক্ষ হয়ে উঠবে টুইটার। এ দুটি মাধ্যমের অন্যতম জনপ্রিয়তার কারণ সরাসরি যোগাযোগের সুবিধা।

মাস্ক জানান, এনক্রিপ্ট করা সরাসরি বার্তাপ্রদানের একটি সংস্করণ বুধবার থেকে পাওয়া যাবে। তবে কল এনক্রিপ্ট করা হবে কিনা তা বলেননি।

চলতি সপ্তাহে টুইটার জানায়, বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্টগুলো সরিয়ে আর্কাইভ করা হবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন