সিশেলসকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সিশেলসের বিপক্ষে জয় শেষে বাঁধনহারা আনন্দে মেতেছেন বাংলাদেশের খেলোয়াড়রা ছবি: বাফুফে

সিলেটে ‘‌ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ ২০২৩’-এর প্রথম ম্যাচে ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গতকাল ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন তারিক কাজী। জামালের ফ্রি কিকে ব্র্যান্ডন শ্যাফি মোলে হেড করার পর বক্সের ভেতর থেকে হেডেই জাল খুঁজে নেন তারিক। জাতীয় দলের হয়ে এ প্রথম গোল পেলেন তিনি। মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 

দুর্বল সিশেলসকে ১-০ গোলে হারানোর ম্যাচে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলে নতুন ইতিহাস গড়লেন এলিটা কিংসলে। বাংলাদেশের হয়ে খেলতে নিজের জন্মভূমি নাইজেরিয়ার নাগরিকত্ব ছাড়েন তিনি। এরপর নানা প্রক্রিয়া শেষে প্রায় দেড় বছরের অপেক্ষা শেষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো এলিটা কিংসলের। বাংলাদেশের জয়ে অভিষেকটা তার রঙিনই হলো। দ্বিতীয়ার্ধের শুরুতে সজীবের বদলি নামেন এলিটা কিংসলে। সৌদি আরবে ট্রেনিং ক্যাম্পের সময় মালাবির বিপক্ষে ম্যাচে লাল-সবুজের জার্সি পরে খেলেছিলেন নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হয়ে যাওয়া এ ফরোয়ার্ড। কিন্তু মালাবির বিপক্ষের ওই প্রস্তুতি ম্যাচটি ছিল ‘আন-অফিশিয়াল।’ সিশেলসের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে তাই আনুষ্ঠানিক অভিষেক হয়ে গেল ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ডের।

গতকাল বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে মজিবুর রহমান জনির। প্রথমবারের মতো ফর্টিস এফসির এ মিডফিল্ডার ডাক পেয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে। প্রস্তুতিতে আলো ছড়িয়ে মাত্র ১৮ বছর বয়সেই আন্তর্জাতিক আঙিনায় অভিসিক্তও হলেন তিনি।

জয় শেষে সংবাদ সম্মেলনে ডিফেন্ডার তপু বর্মণ বলেছেন, ‘‌সবাই চেষ্টা করেছি। ম্যাচটা জিততে চেয়েছিলাম। সামনে আরো একটা ম্যাচ আছে। সেই ম্যাচেও আরো ভালো খেলতে চাই। আজকের ম্যাচে ওরা বেশ আক্রমণ করেছে। আমরা সতর্ক থেকেছি। আমরা দলগত প্রচেষ্টার মাধ্যমে এ ম্যাচে জয় পেয়েছি। গত ২২ দিন আমরা যে পরিশ্রম করেছি তারই ফল পেয়েছি আজ।’ 

২৮ মার্চ পরের ম্যাচে ফরোয়ার্ডরা গোল করবে বলে আশাবাদ জানালেন তিনি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন