
গত সপ্তাহে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
সর্বকালের শীর্ষ আয়ের তালিকা থেকে একধাপ নামিয়ে দেয় ‘টাইটানিক’কে। আজ শুক্রবার (১০
ফেব্রুয়ারি) ২৫ বছর পর রিরিলিজে সিনেমাটি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে নামছে।
দুটি সিনেমাই পরিচালনা করেছেন জেমস ক্যামেরন।
তাই এই লড়াইয়ের দিকে চোখ হলিউড ভক্তদের।
ফোর্বস জানায়, এপিক-ধর্মী ‘টাইটানিক’ এবার
হাল প্রযুক্তির ফোরকে এইচডিআর থ্রিডি সংস্করণে মুক্তি পাচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রথম
তিনদিনে সিনেমাটির আয় দেড় কোটি ডলারের বেশি হবে।
ক্যামেরনের সাম্প্রতিক রিলিজ ‘দ্য ওয়ে অব
ওয়াটার’ এখন ২১৯ কোটি ৪০ লাখ ডলারের বেশি আয় করে সর্বকালের শীর্ষ আয়ের তৃতীয় স্থানে
অবস্থান করছে। এতদিন এই স্থান ছিল ‘টাইটানিক’-এর।
ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহান্তে লিওনার্দো
ডি কাপ্রিও ও কেট উইন্সলেটের সিনেমাটি পুরোনো আসনে ফিরবে। তবে লম্বা রেসের ঘোড়া ‘অ্যাভাটার
টু’ হাল ছাড়ার নয়। শিগগিরই সেই স্থান দখল করে নেবে।