সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘‌আম-কাঁঠালের ছুটি’

ফিচার প্রতিবেদক

শিশুদের জন্য আরো একটি চলচ্চিত্র আসতে যাচ্ছে। নাম ‘‌আম-কাঁঠালের ছুটি’। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র আম-কাঁঠালের ছুটি। মঙ্গলবার বিকালে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দপ্তর থেকে চলচ্চিত্রটির সেন্সর সনদ গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, সিনেমাটি দেখে সেন্সর কমিটির সদস্যরা অনেকেই নস্টালজিক হয়ে পড়েন এবং প্রশংসা করেন। আম-কাঁঠালের ছুটি নিয়ে নূরুজ্জামান বলেন, ‘গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে শৈশব-কৈশোর পেরোনো প্রজন্ম নিজেদের যাপিত শৈশব খুঁজে পাবেন গ্রামীণ পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রে। আমার মেয়েকে নিজের শৈশব দেখানোর একটা প্রচেষ্টা হিসেবেই ছবিটা তৈরি শুরু করেছিলাম।’ 

সেন্সর বোর্ডের ছাড়পত্র গ্রহণ নিয়ে তিনি আরো বলেন, ‘‌বলতে গেলে সেন্সর স্ক্রিনিংয়েই আমার অত্যন্ত পরিচিত গণ্ডির বাইরের কেউ প্রথমবারের মতো চলচ্চিত্রটি দেখল। এটি অন্যদেরও ছুঁতে পারছে জেনে খুবই ভালো লাগছে। সেন্সর কমিটির সদস্যরা দায়িত্বের খাতিরেই বাংলাদেশে তৈরি সমসাময়িক সব সিনেমা দেখে থাকেন। তারা যখন আম-কাঁঠালের ছুটিকে অন্যান্য সিনেমা থেকে ব্যতিক্রম বলছেন, তাতে মনে হয় আমার শ্রম সার্থক।’ 

গাজীপুরের বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই। এ সিনেমার প্রধান সহকারী পরিচালক ছিলেন ‘আদিম’খ্যাত নির্মাতা যুবরাজ শামীম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা ও কামরুজ্জামান কামরুল। গত বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আম-কাঁঠালের ছুটি সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয়েছিল। এশিয়ান পার্সপেক্টিভ বিভাগে সিনেমাটির আরো একটি প্রদর্শনীও হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন