সিলেটে মাশরাফিদের নিয়ে শোভাযাত্রা

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

ছবি: বণিক বার্তা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সিলেট ভেন্যুর খেলা শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। খেলায় অংশ নিতে বিভাগীয় শহরটিতে পৌঁছে গেছে টিম সিলেট স্ট্রাইকার্স।

আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমানের ফ্লাইটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাশরাফি বিন মোর্তুজা ও মোহাম্মদ আমিররা।

চলতি বিপিএলে তিনটি আলাদা ভেন্যু রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম পর্ব  অনুষ্ঠিত হয়েছে। বাকি রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

মাশরাফিদের আগমন উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিলেট স্ট্রাইকার্স টিমের বাস। 

শোভাযাত্রাটি আম্বরখানা শাহী ঈদগাহ ঘুরে যায় কুমারপাড়া। সেখান থেকে নয়াসড়ক চৌহাট্টা রিকাবীবাজার হয়ে মিরের ময়দান থেকে এগিয়ে সুবিদবাজার যায়। এরপর আম্বরখানা থেকে শোভাযাত্রা পৌঁছায় সিলেট গ্রান্ড রিসোর্ট হোটেলে।

এর আগে ২০১৭ সালের বিপিএলে সিলেট সিক্সার্সকে নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন