
জাস্টিন বিবার তার গানের স্বত্ব বিক্রি করলেন। বোঝাই যাচ্ছে, হাতবদলের অঙ্কটা
বড়সড় হবে। হ্যাঁ, হিগনোসিস সংস ক্যাপিটালের সঙ্গে এই হস্তান্তর মূল্য ২০ কোটি ডলার।
খবর বিবিসি।
এর মাধ্যমে ‘বেবি’ ও ‘সরি’সহ সাম্প্রতিক ঝড় তোলা গানে এ পপ তারকার অংশীদারিত্বের
মালিক এখন হিগনোসিস৷
চলতি শতকে সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামগুলোর অন্যতম মালিকানা জাস্টিন বিবারের।
হালে ক্যাটালগ বিক্রি করে রেকর্ড পরিমাণ অর্থ আয়ের জোয়ার উঠেছে, সেই স্রোতে গা ভাসালেন
এ ইয়ুথ আইকন।
স্বত্ব হস্তান্তরের মানে হলো, হিগনোসিসের হিস্যা আছে বিবারের এমন গান বাজাতে
হলে তাদের অর্থ দিতে হবে।
সম্প্রতি আর্থিক জায়ান্ট ব্ল্যাকস্টোন ও ব্রিটিশ হিগনোসিস সংস ম্যানেজমেন্টের মধ্যে
১০০ কোটি ডলারের চুক্তি হয়েছে। তাদের উল্লেখযোগ্য অর্জন হলো বিবারের ২৯০ গানের কপিরাইট
অর্জন।
এই চুক্তির আওতায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাস্টিন বিবারের প্রকাশিত
গানগুলো পড়বে।
হিগনোসিস চুক্তির শর্ত প্রকাশ করেনি। তবে বার্তা সংস্থা সূত্রের উল্লেখ
করে জানায়, এর অঙ্ক ২০ কোটি ডলার।
এর আগে জাস্টিন টিম্বারলেক ও শাকিরাসহ অনেক শিল্পী হিগনোসিসের সঙ্গে এ ধরনের
চুক্তি করেছে।
স্বত্ব বিক্রির এই প্রবণতা প্রবীণ শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি। গত দুই বছরে সনির কাছে ক্যাটালগ স্বত্ব বিক্রি করেছেন সঙ্গীত কিংবদন্তি বব ডিলান ও ব্রুস স্প্রিংস্টিন। ব্রুস হস্তান্তরের জন্য পেয়েছিলেন ৫০ কোটি ডলার।
হিগনোসিসের প্রতিষ্ঠাতা মার্ক মার্কুরিয়াদিসের মতে, ‘হিট গানগুলো সোনা
বা তেলের চেয়ে বেশি মূল্যবান’। এর থেকে বোঝা যায়, গানের ক্যাটালগ নিতে কেন এতটা মরিয়া
কোম্পানিগুলো।