
দেশে মোট আয়কৃত রাজস্বের ৩৭ শতাংশেরও বেশি আসে ভ্যাট থেকে। চলতি বছরের এখন পর্যন্ত রাজস্ব আয়ে প্রবৃদ্ধি এসেছে ১৫ শতাংশ। এর মধ্যে ভ্যাট আহরণে প্রবৃদ্ধি এসেছে ১৭ শতাংশেরও বেশি। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট অটোমেশনের ক্ষেত্রে ভ্যাট দাতা ও এনবিআরের কর্মকর্তাদের অভ্যস্ততা প্রধান অন্তরায়। এটি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ ভ্যাটদাতারা এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। ভ্যাট অটোমেশন প্রকল্পের সফলতা যাচাইয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে এর সাসকেস ও আপগ্রেডেশন নিয়ে আলোচনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘বিশ্ব বা অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে রাজস্ব আহরণের সম্পর্ক থাকেই। এমন পরিস্থিতিতে রাজস্ব আহরণে চ্যালেঞ্জ তৈরি হয়। আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও রাজস্ব আহরণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমরা রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা করছি। তিনি এ চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি’
প্রতিপাদ্যকে সামনে রেখে ১২তম ভ্যাট দিবস উদযাপন করতে যাচ্ছে এনবিআর। সচেতনতা বৃদ্ধি ও কর দিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আগামীকাল জাতীয় ভ্যাট দিবস ও ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভ্যাট সপ্তাহ পালন করা হবে। এতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী নয় প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে এনবিআর। ভ্যাট দিবসে রাজধানীর একটি হোটেলে সেমিনার ও সেরা ভ্যাটদাতাদের সম্মাননা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এনবিআর জানায়, ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার মোবাইল এসএমএসের মাধ্যমে চালানো হচ্ছে। প্রচার-প্রচারণা চালানো হচ্ছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ও। দিবস ও সপ্তাহ উপলক্ষে স্টিকার, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার ঢাকা শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া নিবন্ধন, রিটার্ন, ই-পেমেন্ট, এ পেমেন্ট, ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ, চালানপত্র ইস্যু, ইএফডি/এসডিসি মেশিন ব্যবহারের ক্ষেত্রে সরাসরি সার্কেল, বিভাগ ও কমিশনারেট থেকে বিশেষ সেবা দেয়া হবে ভ্যাট প্রদানকারীদের।