ফিলিপাইনে মূল্যস্ফীতি ৬.৯ শতাংশে উন্নীত

বণিক বার্তা ডেস্ক

ফিলিপাইনের মূল্যস্ফীতি চার বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। গত মাসে দেশটির মূল্যস্ফীতি দশমিক শতাংশে উন্নীত হয়েছে। মূল্যস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা বছর শেষের আগেই দেশটির কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার আরো বাড়াতে প্ররোচিত করছে।

রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, সেপ্টেম্বরে ফিলিপাইনের মূল্যস্ফীতির হার দশমিক শতাংশ হবে। কিন্তু দেশটির মূল্যস্ফীতির হার জরিপকেও ছাড়িয়ে গিয়েছে। খাদ্যপণ্য ইউটিলির বিল বেড়ে যাওয়ায় ফিলিপাইনের মূল্যস্ফীতি ত্বরান্বিত হয়েছে।

গতকাল ফিলিপাইনের পরিসংখ্যান সংস্থা জানায়, চলতি বছরের নয় মাস শেষে গড় মূল্যস্ফীতির হার দশমিক শতাংশে দাঁড়িয়েছে। যদিও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির পূর্বাভাস ছিল থেকে শতাংশ পর্যন্ত।

এদিকে প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়া মূল্যস্ফীতি সুদের হার বাড়াতে বাঙ্কো সেন্ট্রাল এনজি ফিলিপাইনসের (বিএসপি) ওপর চাপ সৃষ্টি করেছে। চলতি বছর এখন পর্যন্ত বিএসপি মোট ২২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে। আগামী নভেম্বর ডিসেম্বরের বৈঠকে আরো বাড়ানো হবে বলে আশা করছে বিএসপি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন