টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব

শিরোপা নিয়ে দেশে ফিরলেন নারী ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

নিগার সুলতানার দল সংযুক্ত আরব আমিরাত রওনা হওয়ার আগেই কথা দিয়েছিলেন, আট দলের টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে তারা শিরোপা জিতে নিয়ে দেশে ফিরবেন কথা রেখেছেন নারী ক্রিকেটাররা শিরোপা নিয়েই তারা আজ সকালে দেশে ফিরেছেন গত রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে রানে হারিয়ে শিরোপা জয় করেন নিগাররা

 

আজ সকাল ৯টায় বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে আনুষ্ঠানিকতা শেষে তারা ইমিগ্রেশন পেরিয়ে বাইরে বেরিয়ে এলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় চ্যাম্পিয়নদের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নিগার

 

এর আগে ২০১৮ ২০২০ সালের টি২০ বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নিয়ে বাছাইপর্বে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো লাল-সবুজ জার্সিধারীরা তার আগে ২০১৬ সালে রানার্সআপ হয়ে ২০১৪ সালে স্বাগতিক হিসেবে টি২০ বিশ্বকাপে খেলে বাংলাদেশ



 

আগামী বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আসরের জন্য র্যাংকিংয়ের ভিত্তিতে ৮টি দল সরাসরি টিকিট পায়, তাদের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে যোগ দেবে বাংলাদেশ আয়ারল্যান্ড

 

খুব বেশি বিশ্রাম নেয়ার সুযোগ নেই নারী ক্রিকেটারদের এবার এশিয়া কাপ টি২০ মিশন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অক্টোবর বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের উল্লেখ্য, সদ্যই আরব আমিরাতে সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ

 

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০ ফরম্যাটের আসরে ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরা হয় বাংলাদেশ টি২০ বিশ্বকাপ সামনে রেখে এবারো এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে

এবারের এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া আরব আমিরাত


এবার এশিয়া কাপ নিয়ে মনোযোগী। এই আসরে শিরোপা ধরে রাখতে আশাবাদী নিগার বললেন, আমরা আশাবাদী। নিজেদের ১১০ পারসেন্ট উজার করে দেব। নিজের মাটিতে খেলা এবং টিম ভালো অবস্থানে আছে। তাই অবশ্যই চাইবো ঘরের মাঠে ঘরের শিরোপা থাকে। আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগের এশিয়া কাপ খেলেছে। তাই তারা সবাই অভিজ্ঞ। ঘরের মাঠে যেহেতু খেলা, নিজেদের এগিয়ে রাখাই উচিত।

 

সদ্যই টি২০ বিশ্বকাপ বাছাই পর্বে খেলার কারণে এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছে বলে মনে করেন নিগার। তিনি বলেন, যেহেতু আমরা ভালো একটা প্রস্তুতি পেয়েছি। চ্যাম্পিয়নশিপের মতো বড় অনুপ্রেরণা কিন্তু কিছু হতে পারে না আমার মতে। সেক্ষেত্রে আমার মনে হয়, সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে এসেছি। যেটা পুরো দলকে উজ্জীবিত করছে। যেহেতু আমরা এই ফরম্যাটেই খেলে এসেছি, তাই এশিয়া কাপে এটি আমাদের অনেক বেশি সাহায্য করবে। আমরা একসঙ্গে খেলছি। এশিয়া কাপে যদি টিম কম্বিনেশন ঠিক থাকে, দল হিসেবে কাজ করতে পারি, আমার কাছে মনে হয় এশিয়া কাপে ভালো একটা ফল হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন