আজ লেনদেনে ফিরছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে একদিন বন্ধ থাকার পর আজ লেনদেনে ফিরছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। এর আগে দুই দিন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ওই সময় ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল। কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল।

এর আগে চলতি হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন। সেই হিসাবে ঘোষিত লভ্যাংশ অনুমোদন পেলে সমাপ্ত হিসাব বছরে মোট ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৫৪ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন। এর আগে কোম্পানিটি ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরে মোট ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ১২১ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি লাখ ২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতেই রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে দশমিক ৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক শূন্য শতাংশ বিদেশী দশমিক ৯৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন